Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

 

১। যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন প্রচলিত সেবা সমূহঃ

(ক) বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ কর্মসূচী-

(১) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ(আবাসিক/অনাবাসিক)।

প্রশিক্ষণ ট্রেডের নামঃ  গবাদী পশু, হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ, প্রাথমিক চিকিৎসা এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণ। (উল্লেখ্য যে, মেয়াদ- ২ মাস ১৫ দিন, যোগ্যতা- নূন্যতম অষ্টম শ্রেণী পাশ, বয়স-১৮ থেকে ৩৫ বছর বয়ষ্ক যুবক ও যুব মহিলাদের যুব হিসাবে চিহ্নিত করে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ প্রদানের জন্য প্রেরণ করা হয়।)

(২) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ

প্রশিক্ষণ ট্রেডের নামঃ

(ক) গবাদী পশু পালন

(খ) ছাগল পালন

(গ) গরু মোটাতাজা করণ

(ঘ) হাস মুরগী পালন

(ঙ) মৎস্য চাষ।

(চ) পোশাক তৈরী

(ছ) নার্সারী/বনায়ন

(উল্লেখ্য যে, উপজেলা পর্যায় প্রশিক্ষণ মেয়াদ- ০৭ দিন,যোগ্যতা- নূন্যতম পঞ্চম শ্রেণী পাশ, বয়স-১৮ হতে ৩৫ বছর বয়ষ্ক যুবক ও যুব মহিলাদের যুব হিসাবে চিহ্নিত করণ।)

(খ) প্রশিক্ষিত যুবদের আত্নকর্ম সংস্থান ও দারিদ্র বিমোচনে যুব ঋণ কর্মসূচী-

(১) প্রাতিষ্ঠানিক ট্রেডে ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা ঋণ প্রদান।

(২)  অপ্রাতিষ্ঠানিক ট্রেডে ৫ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা ঋণ প্রদান।

(উল্লেখ্য যে যুব ঋণের জন্য যুব প্রশিক্ষণ ও প্রকল্প থাকা বাধ্যতামূলক)

২। উন্নয়ন মূলক কাজে সেচ্ছায় অংশগ্রহণ ও উৎসাহিত করণ।

৩। স্বেচ্ছাবেসী যুব সংগঠনগুলোকে তালিকাভূক্তি করণ ও যুব কার্যক্রমের সাথে সম্পৃক্তকরণ।

৪। প্রশিক্ষিত যুবদের আত্ন কর্মসংস্থানে নিয়োজিত করণের লক্ষে প্রকল্প গ্রহণে উদ্বুদ্ধকরণ।

৫। স্থাপিত প্রকল্প উন্নয়নের জন্য পরামর্শ প্রদান।

৬। ক্রেডিট ম্যানুয়াল অনুযায়ী প্রশিক্ষিত যুবদের গৃহীত প্রকল্পের যাচাই বাছাই পূর্বক ঋণ প্রদান।

৭। বেসরকারী সেচ্ছাসেবী যুব সংগঠনকে উন্নয়ন প্রকল্পে বাস্তবায়নের নিমিত্তে বার্ষিক ভিত্তিতে আর্থিক অনুদান প্রদান।

 

বিঃ দ্রঃ- বিস্তারিত তথ্যের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, বিরামপুর, দিনাজপুর-এ যোগাযোগ করুন।